নিশাদল, ন্যাপথ্যালিন, আয়োডিন ও কঠিন কার্বন ডাই অক্সাইড উর্ধ্বপাতিত যৌগ কেন?- রসায়ন [Update]

নিশাদল, ন্যাপথ্যালিন, আয়োডিন ও কঠিন কার্বন ডাই অক্সাইড উর্ধ্বপাতিত যৌগ কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা নিশাদল, ন্যাপথ্যালিন, আয়োডিন ও কঠিন কার্বন ডাই অক্সাইড উর্ধ্বপাতিত যৌগ কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

নিশাদল, ন্যাপথ্যালিন, আয়োডিন ও কঠিন কার্বন ডাই অক্সাইড উর্ধ্বপাতিত যৌগ কেন?

নিশাদল, ন্যাপথ্যালিন, আয়োডিন ও কঠিন কার্বন ডাই অক্সাইড উর্ধ্বপাতিত যৌগ কেন?

উর্ধ্বপাতনঃ  যদি কোন কঠিন পদার্থ কে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় এবং ঠান্ডা করলে তা সরাসরি কঠিন এ রূপান্তরিত হয় তবে এ প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলে।

নিশাদল (NH₄Cl), ন্যাপথ্যালিন (C₁₀H₈),  আয়োডিন (I₂) ও কঠিন কার্বন ডাই অক্সাইড {CO₂ (s)} এদের কে তাপ দিলে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। এদের কোন তরল ভৌত অবস্থা থাকে না। 

আবার এদের বাষ্প কে শীতল করলে সরাসরি কঠিন এ রূপান্তরিত হয়। 

এ কারণে নিশাদল, ন্যাপথ্যালিন, আয়োডিন ও কঠিন কার্বন ডাই অক্সাইড উর্ধ্বপাতিত যৌগ।

কঠিন অবস্থা <------> গ্যাসীয় অবস্থা


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে নিশাদল, ন্যাপথ্যালিন, আয়োডিন ও কঠিন কার্বন ডাই অক্সাইড উর্ধ্বপাতিত যৌগ কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন