বর্ষাকালে খাবার লবণ গলে যায় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “বর্ষাকালে খাবার লবণ গলে যায় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
বর্ষাকালে খাবার লবণ গলে যায় কেন?
খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এর সংকেত (NaCl)। আমরা খাবার লবণ সমুদ্রের পানিকে বাষ্পীভূত করে সংগ্রহ করে থাকি। বর্ষাকালে খাবার লবণ ভিজে যায়।
কারণ খাবার লবনে অপদ্রব্য হিসাবে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂), ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl₂) ইত্যাদি পানিগ্রাহী পদার্থ মিশ্রিত থাকে। এসব অপদ্রব্য বায়ুমণ্ডল থেকে পানি শোষণ করতে পারে। বর্ষাকালে বায়ুতে আর্দ্রতার পরিমান বেশি থাকায় ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি শোষণ করে। ফলে খাবার লবণ গলে যায় বা ভিজে যায়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বর্ষাকালে খাবার লবণ গলে যায় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”