মরিচাবিহীন ইস্পাত কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “মরিচাবিহীন ইস্পাত কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
মরিচাবিহীন ইস্পাত কাকে বলে?
মরিচাবিহীন ইস্পাত হল একটি সংকর ধাতু। এতে লোহা (Fe) 74 %, ক্রোমিয়াম (Cr) 18% ও নিকেল (Ni) 8 % বিদ্যামান।
মরিচাবিহীন ইস্পাতে নিকেল স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে এবং ক্রোমিয়াম মরিচা প্রতিরোধ করে। এটি ছুরি, কাটা চামচ, ঘরের সিঙ্ক, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, বিভিন্ন মরিচাবিহীন পাত্র তৈরিতে ব্যবহার করা হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মরিচাবিহীন ইস্পাত কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”