সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য
সাবান ও ডিটারজেন্ট উভয়ে ময়লা পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
১. সাবান হল দীর্ঘ কার্বন বিশিষ্ট ফ্যাটি এসিডের সোডিয়াম / পটাশিয়াম লবণ।
অপরদিকে, ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট সালফোনিক এসিডের সোডিয়াম লবণ।
২. সাবান খর পানিতে ভালো কাজ করতে পারে না।
কিন্তু ডিটারজেন্ট খর পানি ও মৃদু পানিতে সমান কাজ করতে পারে।
৩. সাবানের পরিষ্কারক ক্ষমতা ডিটারজেন্ট এর থেকে কম। অন্যদিকে, ডিটারজেন্টের পরিষ্কারক ক্ষমতা সাবানের চেয়ে বেশি।
৪. সাবান অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দীর্ঘ শিকল।
কিন্তু ডিটারজেন্ট অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় হতে পারে।
৫. সাবান এর কার্যকরী মূলক
( R -COONa / K) এবং ডিটারজেন্টের কার্যকরী মূলক
(R -OSO₃Na).
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”