স্বাস্থ্য ও পরিবেশের উপর অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব- রসায়ন [Update]

স্বাস্থ্য ও পরিবেশের উপর অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা স্বাস্থ্য ও পরিবেশের উপর অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব। বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।


স্বাস্থ্য ও পরিবেশের উপর অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব।

স্বাস্থ্য ও পরিবেশের উপর অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব।

অ্যামোনিয়া হলো ঝাঁঝালো গন্ধ যুক্ত একটি ক্ষারক । পানিতে অ্যামোনিয়া গ্যাসের সম্পৃক্ত 35% - 40% জলীয় দ্রবণকে লিকার অ্যামোনিয়া বা অ্যামোনিয়া ক্যাল লিকার বলে।

NH₃ + H₂O <----------> NH₄OH


পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবঃ 

তরল অ্যামোনিয়া দ্রবন জলাশয়ের পানিতে মিশলে পানির pH বৃদ্ধি পায়। তখন মাছসহ অন্যান্য জলজ উদ্ভিদ মারা যায়। অ্যামোনিয়া গ্যাস বায়ুতে মিশলে গাছপালা ঝলসে যায়, পাখিরা অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়। মানুষ শ্বাসকষ্টে ভোগে এবং ফুসফুসের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়।

মানবদেহের উপর ক্ষতিকর প্রভাবঃ 

তরল  বা লিকার অ্যামোনিয়া বোতলের মুখ খোলার সময় অসতর্কতা বশত তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস শ্বাসের সাথে দেহে প্রবেশ করলে মারাত্মক শ্বাসকষ্ট, গলা ও শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি হয়। চোখ জ্বালাপোড়া করে এবং মুহুর্তের মধ্যে চোখ রক্তবর্ণ হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে স্বাস্থ্য ও পরিবেশের উপর অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব। বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন