বডি স্প্রেতে ব্যাপন ও নিঃসরণের কোনটি আগে ঘটে ব্যাখ্যা কর: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “বডি স্প্রেতে ব্যাপন ও নিঃসরণের কোনটি আগে ঘটে ব্যাখ্যা কর।” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
বডি স্প্রেতে ব্যাপন ও নিঃসরণের কোনটি আগে ঘটে ব্যাখ্যা কর।
ব্যাপনঃ স্বাভাবিক চাপে কোন মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
নিঃসরণঃ উচ্চ চাপের প্রভাবে সরু ছিদ্র পথে কোন গ্যাসের অনুসমূহ উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
বডি স্প্রেতে সুগন্ধি দ্রব্য সমূহ উচ্চচাপে তরলীকৃত অবস্থায় থাকে। অর্থাৎ বডি স্প্রে এর ভিতরের চাপ বাহিরের চাপের তুলনায় অনেক বেশি থাকে। বডি স্প্রের বাটনে চাপ দিলে সূক্ষ্ম ছিদ্রপথে সুগন্ধি দ্রব্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসে। একে নিঃসরণ বলে।
এরপর বেরিয়ে আসা গ্যাসীয় পদার্থ চাপমুক্ত হলে তখন চারদিকে ছড়িয়ে পড়ে। একে ব্যাপন বলে।
সুতরাং বলা যায় বডি স্প্রেতে আগে নিঃসরণ ঘটে এবং পরে ব্যাপন ঘটে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বডি স্প্রেতে ব্যাপন ও নিঃসরণের কোনটি আগে ঘটে ব্যাখ্যা কর। বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”