অ্যালকিন সমূহকে অলিফিন বলা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “অ্যালকিন সমূহকে অলিফিন বলা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
অ্যালকিন সমূহকে অলিফিন বলা হয় কেন?
অ্যালকিন সমূহকে অলিফিন বলে। কারণ অলিফিন শব্দের অর্থ তৈল উৎপাদনকারী। অ্যালকিনের নিম্নতর সদস্য (যেমনঃ ইথিন, প্রোপিন, বিউটিন ইত্যাদি) হ্যালোজেনের
(Cl₂, Br₂, I₂) সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে।
এজন্য অ্যালকিন কে অলিফিন বলা হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যালকিন সমূহকে অলিফিন বলা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”