ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য কি?- রসায়ন [Update]

ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য কি?

ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য কি?

ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অনুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্ষুদ্র অনু HO, CO ইত্যাদি অপসারণ করে তাকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে।

অপরদিকে, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অনুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে যুত পলিমারকরণ বিক্রিয়া বলে।

২. যুত পলিমারকরণ বিক্রিয়া কোন উপজাত তৈরি হয় না। 

কিন্তু ঘনীভবন পলিমারকরন বিক্রিয়ায় উপজাত ইত্যাদি তৈরি হয়।


৩. পলিথিন, পিভিসি, পলিপ্রপিলিন ইত্যাদি যুত পলিমারকরণের উদাহরণ।

অপরদিকে নাইলন 6,নাইলন 6:6 ইত্যাদি ঘনীভবন পলিমারকরণের উদাহরণ।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন