মুদ্রা ধাতু কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “মুদ্রা ধাতু কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
মুদ্রা ধাতু কি?
পর্যায় সারণির গ্রুপ- 11 মৌল সমূহ কপার (Cu), সিলভার (Ag) , গোল্ড (Au) এদেরকে মুদ্রা ধাতু বলে।
প্রাচীনকালে এই ধাতু গুলির তৈরি মুদ্রা পণ্য ব্যবসা - বাণিজ্যে পণ্য বিনিময় কারক হিসেবে ব্যবহার করা হতো বলে এমন নাম করন করা হয়।
কপার (Cu) এর পারমাণবিক সংখ্যা 29 এবং ভরসংখ্যা 63.5,
সিলভার (Ag) এর পারমাণবিক সংখ্যা 47 এবং ভরসংখ্যা 108.
গোল্ড (Au) এর পারমাণবিক সংখ্যা 79 এবং ভরসংখ্যা 197.
মুদ্রা ধাতু গুলির সক্রিয়তা হাইড্রোজেন এর থেকে কম।
এজন্য এদেরকে স্ব-বিজারণ প্রক্রিয়ায় আকরিক থেকে মুক্ত ধাতু নিষ্কাশন করা হয়। তবে গোল্ডকে প্রকৃতিতে প্রায় মুক্ত অবস্থায় পাওয়া যায়।
এসব ধাতুর সক্রিয়তা হাইড্রোজেন এর থেকে কম হওয়ায় এই ধাতু গুলি এসিডের হাইড্রোজেন কে প্রতিস্থাপন করতে পারেনা।
কপার ও সিলভার গৃহস্থালির বিভিন্ন হাড়ি - পাতিল তৈরি করতে ব্যবহার করা হয়। গোল্ড কে বিভিন্ন গহনা তৈরিতে ব্যবহার করা হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মুদ্রা ধাতু কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”