দহন বিক্রিয়া কি?- রসায়ন [Update]

দহন বিক্রিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা দহন বিক্রিয়া কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

দহন বিক্রিয়া কি?

দহন বিক্রিয়া কি?

দহন বিক্রিয়াঃ  কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে।            

Na + O₂ --------> Na₂O

CH₄ + O₂ --------> CO₂ + H₂O + তাপ

 প্রতিটি জ্বালানির দহন বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ শক্তি উৎপন্ন হয়। এ তাপ শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন, কল কারখানা চালনা, রান্না করা প্রভৃতি করতে পারি। 

দহন বিক্রিয়া গুলি একমুখী হয়ে থাকে।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে দহন বিক্রিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন