কপার পাইরাইটস আকরিক থেকে কপার নিষ্কাশন কষ্টকর কেন?- রসায়ন [Update]

কপার পাইরাইটস আকরিক থেকে কপার নিষ্কাশন কষ্টকর কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা কপার পাইরাইটস আকরিক থেকে কপার নিষ্কাশন কষ্টকর কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

কপার পাইরাইটস আকরিক থেকে কপার নিষ্কাশন কষ্টকর কেন?

কপার পাইরাইটস আকরিক থেকে কপার নিষ্কাশন কষ্টকর কেন?

কপার পাইরাইটস (Cu₂S) আকরিক থেকে কপার নিষ্কাশন কষ্টকর কারণঃ

১. কপার পাইরাইটস নিম্নমানের আকরিক। এতে আকরিকের সম্পূর্ণ ভরের মাত্র 2% থেকে 3% কপার থাকে। কপার পাইরাইটস এর সাথে অপদ্রব্য রূপে ফেরিক সালফাইড (Fe₂S₃) থাকে।

২. তাপজারণে উৎপন্ন ফেরাস অক্সাইড (FeO) সিলিকা (SiO₂) এর সাথে বিক্রিয়া করে ফেরাস সিলিকেট (FeSiO₃) গঠন করে। সমস্ত ফেরাস সালফাইড (FeS) অপসারণ করতে প্রক্রিয়াটি জটিল হয়ে পড়ে।      

FeO (s) +SiO₂ (s) ----> FeSiO₃(l)


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে কপার পাইরাইটস আকরিক থেকে কপার নিষ্কাশন কষ্টকর কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন