সাবান অপেক্ষা ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “সাবান অপেক্ষা ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
সাবান অপেক্ষা ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক কেন?
সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ
(R-COONa / K) ।
আবার ডিটারজেন্ট হচ্ছে উচ্চতর অ্যালকেনের সোডিয়াম বা পটাশিয়াম এর সালফেট লবণ (R- OSO₃Na)।
সাবান সাধারণত খর পানিতে ভালো কাপড় পরিষ্কার করতে পারে না। কারণ খর পানিতে উপস্থিত Ca²+, Mg²+, Fe²+ আয়নের সাথে বিক্রিয়া করে সাবানের গাদ বা অধঃক্ষেপ তৈরি করে। যার কারণে সাবানের অপচয় হয় এবং কাপড়ের সুতার ক্ষতি হয়।
অন্যদিকে, ডিটারজেন্ট খর পানির Ca²+, Mg²+, Fe²+ অয়নের সাথে দ্রবণীয় লবণ তৈরি করে।
ডিটারজেন্ট খর ও মৃদু উপায় পানিতে সমানভাবে কার্যকর।
তাই ময়লা কাপড় পরিষ্কারকরণে সাবান অপেক্ষা ডিটারজেন্ট উত্তম।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সাবান অপেক্ষা ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”