ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?- রসায়ন [Update]

ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?

ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?

ইথানল হচ্ছে জৈব যৌগ। 

যা অক্সিজেনে দহন করলে কার্বন ডাই-অক্সাইড, জলীয়বাষ্প ও তাপ শক্তি উৎপন্ন হয়।

C₂H₅OH + O₂ ----> CO₂ + H₂O + তাপশক্তি

আমরা এই তাপ শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করি। খনিজ জ্বালানি যেমনঃ কেরোসিন, পেট্রোল, ডিজেল ইত্যাদির মত ইথানল কে পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। খনিজ জ্বালানির মত ইথানলকে তাপ ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করে কল কারখানা, গাড়ি প্রভৃতি চালানো যায়। কোন কোন দেশে খনিজ জ্বালানির সঙ্গে 20% থেকে 30% ইথানল ব্যবহার করা হয়। এতে করে খনিজ জ্বালানির উপর বাড়তি চাপ হ্রাস পায়। ইথানল কার্বোহাইড্রেট জাতীয় শস্যদানা যেমনঃ ভুট্টা, আলু, ইক্ষু, গম, ধান ইত্যাদি থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায়।

 ইথানল এর উৎস এই শস্যদানা গুলি শেষ হয়ে গেলে পরবর্তীতে তা কৃষি কাজের মাধ্যমে পুনরায় উৎপাদন করা যায়। 

এজন্য ইথানল কখনো শেষ হবার নয়। 

এ কারণে ইথানলকে জৈব জ্বালানি বলা হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন