বায়ো-ডিগ্রেডেবল পদার্থ, জীবাশ্ম জ্বালানি কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “বায়ো-ডিগ্রেডেবল পদার্থ, জীবাশ্ম জ্বালানি কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
বায়ো-ডিগ্রেডেবল পদার্থ, জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
বায়োডিগ্রেডেবল পদার্থঃ যেসব পলিমার সূর্যের আলো এবং প্রাকৃতিক ভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিযোজিত হতে পারে তাদেরকে বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয়।
জীবাশ্ম জ্বালানিঃ উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপুস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীদেহ হাজার হাজার বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি নামক যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বায়ো-ডিগ্রেডেবল পদার্থ, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”