মৌলের প্রতীক বা মৌলের নামকরণের নিয়ম- রসায়ন [Update]

মৌলের প্রতীক বা মৌলের নামকরণের নিয়ম: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা মৌলের প্রতীক বা মৌলের নামকরণের নিয়ম। বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।


মৌলের প্রতীক বা মৌলের নামকরণের নিয়ম।

মৌলের প্রতীক বা মৌলের নামকরণের নিয়ম।

যে সকল মৌলিক পদার্থের ধর্ম একই রকম তাদেরকে একই গ্রুপে রেখে এবং আবিষ্কৃত 118 টি মৌল কে স্হান দিয়ে পর্যায় সারণি তৈরি করা হয়েছে। পর্যায় সারণিতে মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে।

 

মৌলের প্রতীকঃ  কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ বা প্রকাশকে ঐ মৌলের প্রতীক বলে।

প্রতিটি মৌলকে সংক্ষেপে আলাদাভাবে প্রকাশ করতে মৌল গুলির আলাদা প্রতীক ব্যবহার করা হয়।

বেশিরভাগ মৌলগুলো নাম ইংরেজি ভাষা থেকে নেওয়া হয়েছে। 

যেমন - Carbon এর প্রতীক C,

Nitrogen এর প্রতীক N.


তবে কিছু কিছু মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে।  

যেমন -সোডিয়ামের ল্যাটিন নাম  Natrium এর প্রতীক Na, 

কপারের ল্যাটিন নাম Cuprum এর প্রতীক Cu .


মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।

১.  মৌলের ইংরেজি পূর্ণ নামের বড় হাতের প্রথম অক্ষর দিয়ে মৌলের প্রতীক প্রকাশ করা হয়। 

যেমন- Hydrogen এর প্রতীক H.


২.  যদি দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌল কে নামের প্রথম অক্ষর দিয়ে এবং অন্যগুলোর ক্ষেত্রে প্রতিটি দুই অক্ষরে লেখা হয়। যেমন- Carbon এর প্রতীক C. Calcium এর প্রতীক  Ca. Chromium এর প্রতীক Cr.

মৌলের নামের প্রথম অক্ষর বড় হাতের এবং অন্য অক্ষর গুলির ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়।


 ৩. তবে ছোট হাতের অক্ষর গুলি মৌলের নামের প্রথম অক্ষরের পরের দ্বিতীয় অক্ষর দিয়ে লেখা হয়। 

যেমন - Calcium এর প্রতীক  Ca. এক্ষেত্রে প্রথম অক্ষর 'C 'এবং দ্বিতীয় অক্ষর 'a ' দ্বারা Calcium এর প্রতীক  Ca লেখা হয়।


আবার, প্রথম অক্ষরের পরে, তৃতীয় অক্ষর অথবা যে অক্ষর টি সবচেয়ে বেশি উচ্চারিত হয় তা দিয়ে প্রতীক লেখা হয়। 

যেমন-- Chromium এর প্রতীক Cr. প্রথম অক্ষর 'C 'এবং তৃতীয় অক্ষর 

'r' দ্বারা Chromium এর প্রতীক Cr লেখা হয়।


আবার, প্রথম অক্ষরের পরে, যে অক্ষর টি সবচেয়ে বেশি উচ্চারিত হয় তা দিয়ে প্রতীক লেখা হয়। 

যেমন - Plumbum এর প্রতীক Pb. প্রথম অক্ষর 'P' এবং বেশি উচ্চারিত হয় 'b' দ্বারা Plumbum এর প্রতীক Pb লেখা হয়।


৪. কিছু মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে।

সোডিয়ামের ল্যাটিন নাম Natrium এর প্রতীক Na.  

কপার ল্যাটিন নাম Cuprum এর প্রতীক Cu. 

পটাসিয়ামের ল্যাটিন নাম Kalium এর প্রতীক K. 

সিলভারের ল্যাটিন নাম Argentum এর প্রতীক Ar. 

টিন ল্যাটিন নাম Stannum এর প্রতীক Sn. 

এন্টিমনি ল্যাটিন নাম Stibium এর প্রতীক Sb. 

গোল্ডের ল্যাটিন নাম Aurum এর প্রতীক Au. 

লেড এর ল্যাটিন নাম Plumbum এর প্রতীক Pb. 

টাংস্টেন এর ল্যাটিন নাম Wolfram এর প্রতীক W. 

আয়রনের ল্যাটিন নাম Ferrum এর প্রতীক Fe. 

মারকারি এর ল্যাটিন নাম Hydrurgyrum এর প্রতীক Hg.


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মৌলের প্রতীক বা মৌলের নামকরণের নিয়ম। বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন