অ্যালকেন যেমন ইথেন থেকে ইথানয়িক এসিড প্রস্তুতি?- রসায়ন [Update]

অ্যালকেন যেমন ইথেন থেকে ইথানয়িক এসিড প্রস্তুতি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা অ্যালকেন যেমন ইথেন থেকে ইথানয়িক এসিড প্রস্তুতি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

অ্যালকেন যেমন ইথেন থেকে ইথানয়িক এসিড প্রস্তুতি?

অ্যালকেন যেমন ইথেন থেকে ইথানয়িক এসিড প্রস্তুতি?

 ইথেন কে প্রথমে হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে ইথাইল হ্যালাইড প্রস্তুত করা হয়।


যেমনঃ ইথেন (C₂H₆) এর সঙ্গে ক্লোরিনের (Cl₂) বিক্রিয়ায় ক্লোরো ইথেন (C₂H₅Cl) প্রস্তুত করা হয়। এরপর এই ক্লোরো ইথেনের (C₂H₅Cl) সঙ্গে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করালে ইথানল (C₂H₅OH) উৎপন্ন হয়। ইথানলকে জারিত করলে ইথান্যাল (CH₃CHO) উৎপন্ন হয়। 

পরে ইথান্যালকে পুনঃরায় জারিত করলে ইথানয়িক এসিড (CH₃COOH) উৎপন্ন হয়।

C₂H₆ + Cl₂ -----> C₂H₅Cl + HCl

C₂H₅Cl + NaOH(aq) ----> C₂H₅OH + NaCl   

C₂H₅OH + [ O ] -------> CH₃CHO    

CH₃CHO + [ O ] -------> CH₃COOH

এইভাবে ইথেন থেকে ইথানয়িক এসিড প্রস্তুত করা যায়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যালকেন যেমন ইথেন থেকে ইথানয়িক এসিড প্রস্তুতি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন