রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা।: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা।” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা।
1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড পরমাণুর মডেল উপস্থাপন করেন। রাদারফোর্ডের পরমাণু মডেলটি রসায়নে অনেক গুরুত্বপূর্ণ হলেও
এর কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।
রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলি নিম্নরূপঃ
১. রাদারফোর্ডের মডেলটি পরমাণুতে বর্ণালী সম্পর্কে কোন ধারণা দিতে পারে না।
২. গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন। কিন্তু ক্ষুদ্র কণা বিশিষ্ট ইলেকট্রনগুলি ঋণাত্মক চার্জিত হওয়ায় সৌরজগতের সঙ্গে পরমাণু মডেলের তুলনা করা অযৌক্তিক।
৩. ম্যাক্সওয়েলের ধারণা অনুযায়ী কোন চার্জিত কণা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার কক্ষপথ ধীরে ধীরে কমতে থাকবে।
সুতরাং ইলেকট্রনসমূহ ক্রমশ শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে প্রবেশ করবে।
অথচ পরমাণু হতে ক্রমশ শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না।
৪. রাদারফোর্ডের পরমাণু মডেলটি শুধুমাত্র হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট (যেমন - ₁H, ₂He+, ₃Li²+, ₄Be³+ ইত্যাদি) পরমাণু ক্ষেত্রে ব্যাখ্যা করা গেলেও বহু ইলেকট্রন পরমাণুতে কিভাবে অবস্থান করবে তার কোন ব্যাখ্যা এ মডেল দিতে পারেনা।
৫. রাদারফোর্ডের পরমাণু মডেল আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোন ধারণা দিতে পারেনা।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”