পেট্রোলিয়াম শিল্পে বিযোজন বিক্রিয়া গুরুত্বপূর্ণ কেন?- রসায়ন [Update]

পেট্রোলিয়াম শিল্পে বিযোজন বিক্রিয়া গুরুত্বপূর্ণ কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা পেট্রোলিয়াম শিল্পে বিযোজন বিক্রিয়া গুরুত্বপূর্ণ কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

পেট্রোলিয়াম শিল্পে বিযোজন বিক্রিয়া গুরুত্বপূর্ণ কেন?

পেট্রোলিয়াম শিল্পে বিযোজন বিক্রিয়া গুরুত্বপূর্ণ কেন?

উচ্চতর হাইড্রোকার্বনকে বিভিন্ন পেট্রোকেমিক্যাল শিল্পে বিযোজিত করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড ইত্যাদি বিভিন্ন জৈব যৌগ ও প্লাস্টিক তৈরি করা হয়। 

বিযোজন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন অ্যালকেন থেকে মোম ও রাস্তা পাকা করার জন্য ব্যবহৃত পিচ তৈরি করা হয়। 

এছাড়াও বিযোজন বিক্রিয়ার মাধ্যমে ডিজেল কে পেট্রোলে পরিণত করা যায়। এছাড়াও উচ্চতর হাইড্রোকার্বন কে ভেঙ্গে অ্যালকিন ও হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। 

এজন্য পেট্রোলিয়াম শিল্পে বিযোজন একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া।

C₁₆H₃₄  --------> C₈H₁₈  + 4C₂H₄


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পেট্রোলিয়াম শিল্পে বিযোজন বিক্রিয়া গুরুত্বপূর্ণ কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন