বিগালক কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “বিগালক কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
বিগালক কি?
বিগালকঃ যে রাসায়নিক পদার্থ অন্য কোন রাসায়নিক পদার্থের গলনাঙ্ক হ্রাস করতে পারে তাকে বিগালক বলে।
যেমনঃ সোডিয়াম ধাতু নিষ্কাশন করতে এর আকরিকের সঙ্গে বিগালক যোগ করা হয়। সোডিয়াম ক্লোরাইডের (NaCl) গলনাঙ্ক ও 801 ডিগ্রি সেলসিয়াস। এ পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে অনেক জ্বালানীর প্রয়োজন। এছাড়াও এই তাপমাত্রায় সোডিয়াম ধাতু বাষ্পীভূত হয়। সোডিয়াম ক্লোরাইড এর সঙ্গে বিগালক হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) যোগ করে উত্তপ্ত করলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হ্রাস পেয়ে 600 ডিগ্রী সেলসিয়াস হয়। এ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড গলে তরল উৎপন্ন করে।
যেহেতু, ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হ্রাস করে সেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড একটি বিগালক।
আবার ক্রায়োলাইট (Na₃AlF₆) বিগালক হিসেবে ব্যবহার করা যায়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বিগালক কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”