সকল খনিজ আকরিক নয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “সকল খনিজ আকরিক নয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
সকল খনিজ আকরিক নয় কেন?
খনিজঃ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে কোন কোন শিলা স্তুপে প্রচুর পরিমাণে যৌগ অথবা মুক্ত মৌল হিসাবে মূল্যবান ধাতু বা অধাতু পাওয়া যায়। এগুলোই খনিজ।
আকরিকঃ যে সব খনিজ পদার্থ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় সেসব খনিজকে আকরিক বলে।
আগে মনে করা হতো, খনিজ পদার্থ গুলি শুধুমাত্র ভূ-অভ্যন্তরে পাওয়া যায়। তবে বর্তমানে ভূপৃষ্ঠেও খনিজ পদার্থ পাওয়া যায়।
যেমনঃ সিলেটের বিজয়পুরে ভূপৃষ্ঠে চীনামাটির পাহাড় রয়েছে। খনিজ গুলোকে ভূ-অভ্যন্তর থেকে সংগ্রহ করা হয়। তবে সকল খনিজই আকরিক নয়, কারণ সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না। শুধুমাত্র যে সব খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে। অর্থাৎ বলা যায় সকল খনিজ আকরিক নয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সকল খনিজ আকরিক নয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”