ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য।- রসায়ন [Update]

ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য।: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য।

ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য।

ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে অনুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া হল ব্যাপন। 

অন্যদিকে নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া।


২.  ব্যাপন এর ক্ষেত্রে পাত্রের ভিতর ও বাহিরে চাপ একই থাকে। অপরদিকে, নিঃসরণের বেলায় পাত্রের ভিতর অধিকচাপ এবং পাত্রের বাহিরে কম চাপ থাকে।


৩.  ব্যাপন দীর্ঘসময় স্থায়ী হয়। অন্যদিকে, নিঃসরণ স্বল্প সময় স্থায়ী হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন