এসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “এসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
এসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন?
তড়িৎবিশ্লেষ্য পরিবাহীঃ যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং সে সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়।
এসিড মিশ্রিত পানি একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী।
কারণ নিষ্ক্রিয় ধাতুর (Pt) অ্যানোড ও ক্যাথোড ব্যবহার করে তড়িৎ রাসায়নিক কোষে অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
এক্ষেত্রে বিক্রিয়ায় ব্যবহৃত এসিড শুধু দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিতার কাজ করে কিন্তু অ্যাসিডের কোন পরিবর্তন হয় না।
4H₂O(l) <--------> 4OH- + 4H+
অ্যানোড বিক্রিয়াঃ
4OH- --------> 2H₂O + O₂ + 4e-
ক্যাথোড বিক্রিয়াঃ
4H+ + 4e- ---------> 2H₂
মোট কোষ বিক্রিয়াঃ
2H₂O --------> 2H₂ + O₂
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে এসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”