উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে?- রসায়ন [Update]

উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে?

উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে?

ইউরিয়া সার হচ্ছে নাইট্রোজেন ঘটিত অম্লীয় সার। ইউরিয়া সারে 46% নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান। ইউরিয়া সার কে মাটিতে প্রয়োগ করলেন মাটিতে থাকা ইউরিয়েজ নামক এনজাইমের প্রভাবে ধীরে ধীরে বিয়োজিত হয়ে অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এ পরিণত হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH₄+ আয়ন ও OH - আয়নে আংশিক ভাবে বিয়োজিত অবস্থায় থাকে। উদ্ভিদ NH₄+ আয়ন লবণ হিসেবে পানির সাথে মূলের মাধ্যমে শোষণ করে থাকে। এইভাবে উদ্ভিদ মূলের মাধ্যমে ইউরিয়া শোষণ করে।

NH₂-CO-NH₂+ H₂O -----> 2NH₃ + CO₂

NH₃ (l) + H₂O (l) <-----> NH₄OH (aq)

NH₄OH (aq) <----> NH₄+(aq) +OH-(aq) 


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন