জিম্যান প্রভাব (Zeeman effect), স্টার্ক প্রভাব (Stark effect) কি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “জিম্যান প্রভাব (Zeeman effect), স্টার্ক প্রভাব (Stark effect) কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
জিম্যান প্রভাব (Zeeman effect), স্টার্ক প্রভাব (Stark effect) কি
জিম্যান প্রভাবঃ পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় একে জিম্যান প্রভাব বলে।
পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ এবং নিউক্লিয়াসের বাহিরে শক্তিস্তরে ঋণাত্মক চার্জিত ইলেকট্রন বিদ্যামান থাকে। ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জ এরমধ্যে আকর্ষণের মাধ্যমে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়।
স্টার্ক প্রভাবঃ বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা গুলি একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় একে স্টার্ক প্রভাব বলে।
পরমাণুতে ইলেকট্রন প্রবাহের কারণে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে জিম্যান প্রভাব (Zeeman effect), স্টার্ক প্রভাব (Stark effect) কি বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”