হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Amaar Ganga Amaar Padma Lyrics (আমার গঙ্গা আমার পদ্মা লিরিক্স) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Amaar Ganga Amaar Padma Lyrics In Bengali
আমার মন জলে ভাসে,
আমার প্রাণ জলে ভাসে,
আমার দুচোখে গঙ্গা ভাসে রে।
আমার মন জলে ভাসে,
আমার প্রাণ জলে ভাসে
আমার দুচোখে পদ্মা ভাসে রে।
আমার পদ্মা পারে বাসা,
আমার গঙ্গা ভালোবাসা,
মাঝ দরিয়ায় এলে তুফান
যাবো রে কোন পারে,
ও বন্ধু মাঝ দরিয়ায় এলে তুফান
যাবো রে কোন পারে .
ও গঙ্গা রে..
জন্ম নিয়ে তোরই কোলে রে,
ও পদ্মা রে..
নাও ভাসে মোর তোরই জলে রে,
ও.. নাও ভাসে মোর তোরই জলে রে।
আমার মন জলে ভাসে,
আমার প্রাণ জলে ভাসে,
আমার দুচোখে গঙ্গা ভাসে রে
আমার দুচোখে পদ্মা ভাসে রে।।
নাও যে আমার ভেসে চলে
পদ্মা তোরই টানে,
পালে আমার লাগে হাওয়া
গঙ্গারি উজানে।
আমি প্রাণ ভরে তাই কাঁদি
তোদের দুহাত দিয়ে বাঁধি,
দুই নদীরই দুই কূলে মোর
স্বজন বসত করে।
আমার পদ্মা পারে বাসা,
আমার গঙ্গা ভালোবাসা,
মাঝ দরিয়ায় এলে তুফান
যাবো রে কোন পারে
ও বন্ধু মাঝ দরিয়ায় এলে তুফান
যাবো রে কোন পারে .
ও গঙ্গা রে ..
জন্ম নিয়ে তোরই কোলে রে,
ও পদ্মা রে ..
নাও ভাসে মোর তোরই জলে রে,
ও.. নাও ভাসে মোর তোরই জলে রে।
আমার মন জলে ভাসে,
আমার প্রাণ জলে ভাসে,
আমার দুচোখে গঙ্গা ভাসে রে
আমার দুচোখে পদ্মা ভাসে রে।।
Amaar Ganga Amaar Padma In English
Amar mon jole bhase
Amar prana jole bhase
Amar duchokhe ganga bhase re
Amar duchokhe padma bhase re
Amar podma paare basa
Amar gonga valobasha
Majh doriyay ele tufan
Jabo re kon paare
O gonga re jonmo niye tori kole re
O podma re nao bhase mor tori jole re
Nao je amar bhese chole podma tori taane
Paale amar laage hawa gongari ujane
Ami praan bhore tai kandi
Toder du haat diye bandhi
Dui nodiri dui kule mor
Swajan boso kore
Amaar Ganga Amaar Padma Song Details
- Song : Amaar Ganga Amaar Padma
- Singer And Composer : Jeet Gannguli
- Lyrics: Chandrani Ganguli
- Video direction And screenplay : Nilan
- DOP : Debobroto Choudhury
- Editor : Debasmita Mitra
Tags:
Lyrics