হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Amar Moner Jochona Lyrics (আমার মনের জোছনা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Amar Moner Jochona Lyrics In Bengali
তুমি আমার কাছে ফুটফুটে ওই
রাতের শুকতারা,
তাই রাত জাগিয়ে মনের সুখে
দেই যে পাহারা,
তুমি আমার কাছে শিশির ভেজা
সোনালী সকাল,
তোমায় একনজর দেখিয়া আমি
হয়ে যাই মাতাল।
তুমি আমার কাছে যুদ্ধে জয়ী
সাত রাজ্যের ধন,
শত বাধা ডিঙ্গায় পাইছি তোমায়
মনের মতো মন।
আমার মনের জোছনা
আমি কাউকে দেবোনা,
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে
নিজেও জানোনা,
যতই করো বাহানা
তোমায় যেতে দেবো না,
আমি পাগল হয়ে ঘুরবো তবু
পিছু ছাড়বো না।
তোমার মিষ্টি ওই চুলের সুবাস
ভালোলাগে খুব,
বড়ো ইচ্ছে করে তোমার মাঝে
হারাই দিয়ে ডুব,
আমার মন যে মানে না
আর দূরে থেকো না,
আমার মন যে মানে না
আর দূরে থেকো না,
আমার পরান'পাখি তুমি বীণে
থাকে আনমনা।
আমার মনের জোছনা
আমি কাউকে দেবো না,
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে
নিজেও জানোনা,
যতই কর বাহানা
তোমায় যেতে দেবো না,
আমি পাগল হয়ে ঘুরবো
তবু পিছু ছাড়বো না।
তোমায় এক পলক দেখলে এ মন
রয় না আমার ঘরে,
সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায়
কি জানি কি করে,
আমি কিছুই জানি না
তুমি কেন আসো না,
আমি কিছুই জানি না
তুমি কেন আসো না,
তুমি আমার কাছে আঁধার ঘরের
আলোরই বন্যা।
আমার মনের জোছনা
আমি কাউকে দেবো না,
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে
নিজেও জানোনা,
যতই করো বাহানা
তোমায় যেতে দেবো না,
আমি পাগল হয়ে ঘুরবো
তবু পিছু ছাড়বো না।
Amar Moner Jochona In English
Tumi amar kache futfute oi raater shuktara
Tai raat jagiya moner sukhe dei je pahara
Tumi amar kache shishir veja sonali sokal
Tomay eknojore dekhiya ami hoye jai matal
Tumi amar kache juddhe joyi saat rajjer dhon
Shoto badha dingay paichi tomay moner moto mon
Amar moner jochona ami kauke debona
Tomay gaitha rakhchi moner majhe nijeo janona
Jotoi koro bahana tomay jete debo na
Ami pagol hoye ghurbo tobu pichu charbo na
Tomar misti oi chuler subas valolaage khub
Boro icche kore tomar majhe harai diye doob
Amar mon je mane na aar dure theko na
Amar poran pakhi tumi bine thake aanmona
Tomay ek polok dekhle emon roy na amar ghore
Se chotfotaiya ghuira beray ki jani ki kore
Ami kichui jani na tumi keno asho na
Tumi amar kache andhar ghorer aalori bonnya
Amar Moner Jochona Song Details
- Song : Amar Moner Jochona
- Singer : Juthi & Sathi
- Lyrics & Tune : Samz Vai
- Music : Ankur Mahamud
- Directed by : Eagle Team
- DoP : Iftekhar Ifti
- Edit & Color : Bappi
- Label : Eagle Music
Tags:
Lyrics