হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Amar Nayan Jole Dhuye Debo Lyrics (নয়ন জলে ধুয়ে দেবো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Amar Nayan Jole Dhuye Debo Lyrics In Bengali
আমার নয়ন জলে ধুয়ে দেবো
নয়ন জলে ধুয়ে দেবো
মা তোর চরণ দু'খানি,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী
ও মা,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী।
শিবের সাথে কোন্দল করে
মা তোর চরণ দুটি নেবো কেড়ে,
শিবের সাথে কোন্দল করে
চরণ দুটি নেবো কেড়ে,
চরণ রাখবো আমার হৃদে ধরে
রাখবো আমার হৃদে ধরে
ও মা ভবানী,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী
ও মা,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী।
যদি থাকিস মুখ লুকিয়ে
অধম বলে দিস তাড়িয়ে,
যদি থাকিস মুখ লুকিয়ে মা
অধম বলে দিস তাড়িয়ে,
আমি গাইবো তারা তারা বলে
গাইবো তারা তারা বলে
ও মুণ্ডমালী,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী
ও মা,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী।
আমার নয়ন জলে ধুয়ে দেবো
নয়ন জলে ধুয়ে দেবো
মা তোর চরণ দু'খানি,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী
ও মা,
দেখি মা তুই কেমন করে হবি পাষাণী।
Amar Nayan Jole Dhuye Debo In English
Amar noyon jole dhuye debo
Maa tor choron dukhani
Dekhi maa tui kemon kore hobi pashani
Shiber sathe kondol kore
Maa tor choron duti nebo kere
Choron rakhbo amar hride dhore
O maa bhobani
Dekhi maa tui kemon kore hobi pashani
Jodi thakis mukh lukiye
Odhom bole dish tariye
Ami gaibo tara tara bole
O mundomali
Dekhi maa tui kemon kore hobi pashani
Amar Nayan Jole Dhuye Debo Song Details
- Song : Amar Nayan Jole
- Singer : Gopal Haldar
- Music And Lyrics : Traditional
- Music Label : Nupur Music
Tags:
Lyrics