হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ami Mekhla Lyrics (আমি মেখলা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ami Mekhla Lyrics In Bengali
চেনা সন্ধ্যা, চেনা বৃষ্টি
মন কেমনের খোলা জানলা,
ভেজা শ্রাবণের সোঁদা গন্ধে
নীল নির্জনে তুমি এলে না।
আমি মেখলা, বড়ো একলা
তোমার ওই হাত ছুঁতে চাইছি,
পাশে থাকবে, ভালবাসবে
খোলা বাতাসে গানে গাইছি।
চেনা গল্পে, চেনা ছন্দে
চায় ভিজতে মন জানালা,
খুলে রাখছি, পাশে ডাকছি
মন আনমন কাছে এলে না।
চেনা সন্ধ্যা, চেনা বৃষ্টি
মন কেমনের খোলা জানলা,
ভেজা শ্রাবণের সোঁদা গন্ধে
নীল নির্জনে তুমি এলে না।
বড়ো একলা, বড়ো নিঃস্ব
দিন ছুটছে ভাঙা দৃশ্য,
কী যে চেষ্টা, জানি শেষটা
হয় তোলপাড় বুকও নিঃস্ব।
চেনা গল্পে, চেনা ছন্দে
চায় ভিজতে মন জানালা,
খুলে রাখছি, পাশে ডাকছি
মন আনমন কাছে এলে না।
চেনা সন্ধ্যা, চেনা বৃষ্টি
মন কেমনের খোলা জানলা,
ভেজা শ্রাবণের সোঁদা গন্ধে
নীল নির্জনে তুমি এলে না।
Ami Mekhla In English
Chena sandhya chena bristi
Mon kemoner khola janla
Veja shraboner soda gondhe
Neel nirjone tumi ele na
Ami mekhla boro ekla
TOmar oi haat chutey chaichi
Pashe thakbe valobashbe
Khola batase gaan gaichi
Chena golpe chena chondey
CHaay vijte mon janala
Khule rakhchi pashe dakchi
Mon aanmon kache ele na
Boro ekla boro nishwo
Din chutche vanga drissho
Ki je chesta jani seshta
Hoy tolpaar buk o nishwo
Ami Mekhla Song Details
- Song : Ami Mekhla
- Singer : Mekhla Dasgupta
- Lyrics : Sailendra Halder
- Music : Swakshar Basu
- Filmed By : Aditya Paul
- Edit : Aditya Paul & Debjit Sarkar
- Audio Label : worldofmekhla
Tags:
Lyrics