হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ar Koto Dukkho Dibi Lyrics (আর কত দুঃখ দিবি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ar Koto Dukkho Dibi Lyrics In Bengali
আর কত দুঃখ দিবি
বলনা রে তুই বল,
আর কত ঝরাবিরে
আমার চোখের জল।
তোরে ছাড়া দুনিয়াটা
লাগে ভীষন অন্ধকার,
এই বুকে প্রেম নাই রে
আছে শুধুই হাহাকার।
মনটারে ভেঙ্গেচুরে দিলি
শুধুই ঝন্ত্রনা,
তোর কাছে পেলাম আমি শুধু
প্রেমের ছলনা।
আর কত দুঃখ দিবি
বলনা রে তুই বল,
আর কত ঝরাবিরে
আমার চোখের জল।।
আমার কাছে তুইতো ছিলি
নিঃশ্বাসেরই মতো,
বুকে টেনে ভুলে যাবি
আগে বুঝিনি তো।
তোরে ছাড়া দুনিয়াটা লাগে
ভীষন অন্ধকার,
এই বুকে প্রেম নাই রে আছে
শুধুই হাহাকার।
মনটারে ভেঙ্গেচুরে দিলি
শুধুই ঝন্ত্রনা,
তোর কাছে পেলাম আমি শুধু
প্রেমের ছলনা।
আর কত দুঃখ দিবি
বলনা রে তুই বল,
আর কত ঝরাবিরে
আমার চোখের জল।।
হিসেব করে অংক করিস
যোগ বিয়োগের খাতায়,
দেখলিনা তুই বৃষ্টি কত
আমার চোখের পাতায়।
তোরে ছাড়া দুনিয়াটা লাগে
ভীষন অন্ধকার,
এই বুকে প্রেম নাই রে আছে
শুধুই হাহাকার।
মনটারে ভেঙেচুরে দিলি
শুধুই ঝন্ত্রনা,
তোর কাছে পেলাম আমি শুধু
প্রেমের ছলনা।
আর কত দুঃখ দিবি
বলনা রে তুই বল,
আর কত ঝরাবিরে
আমার চোখের জল।।
Ar Koto Dukkho Dibi In English
Aar koto dukkho dibi bolna re tui bol
Aar koto jhorabire amar chokher jol
Tore chara duniyata lage vison ondhokar
Ei buke prem naire ache shudhui hahakar
Montare vengechure dili shudhui jontrona
Tor kache pelam ami sudhu premer cholona
Ar Koto Dukkho Dibi Song Details
- Song : Ar Koto Dukkho Dibi
- Vocal & Music : F A Sumon
- Lyrics : Ahmed Risvy
- Tune : Avi Akash
- Direction : Bikash Saha
- Production : Saha Production
- Label : Soundtek
Tags:
Lyrics