হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Balcony Song Lyrics (ব্যালকনি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Balcony Song Lyrics In Bengali
দূর বহুদূরে, আলসে দুপুরে
দাঁড়িয়ে আছে দুটো মন,
কার নাম ধরে সেই কাক ভোরে
ডাকলো যারা অকারণ,
সে কথা তো বলা বারণ
ব্যালকনিতে টুকরো মেঘেরা
কি বলে শোন,
ওদের ছাতে অপেক্ষা কি জমেছে এখন।
ভিনদেশি তারাদের দল
একলা রাতেরই পাহারা,
শুনশান রাস্তা যেমন
শ্রান্ত পথিকের সাহারা,
এখন কলম জুড়ে পৃথিবী কারো
ভাঙছে গড়ছে সারাক্ষন।
ব্যালকনিতে টুকরো মেঘেরা
কি বলে শোন,
ওদের ছাতে অপেক্ষা কি জমেছে এখন।
Balcony Song In English
Dur bohudure Aalshe dupure
Dariye ache duto mon
Kar naam dhore sei kaak bhore
Daaklo jara okaron
Se kotha toh bola baron
Balcony Te Tukro Meghera
Ki Bole Shon
Oder chaate opekkha ki jomeche ekhon
Bhindeshi tarader dol
Ekla raateri pahara
Shunshan rasta jemon
Sranto pothiker sahara
Ekhon kolom jure prithibi karo
Vangche gorche sarakkhon
Balcony Song Song Details
- Song : Balcony
- Lyrics, composition & vocals : Anwesshaa
- Piano Design : Akshay Menon
- Video Concept, Direction and Edit : Anwesshaa
- Editing assistance provided by : Sushovan Moshan
Tags:
Lyrics