হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Bedona Modhur Hoye Jay Lyrics (বেদনা মধুর হয়ে যায়) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Bedona Modhur Hoye Jay Lyrics In Bengali
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর,
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর,
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও,
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার,
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার।
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
Bedona Modhur Hoye Jay In English
Bedona modhur hoye jay
tumi jodi chao
Mukher kotha hoy je gaan
tumi jodi gao
Kuashay raat hoy bhor
Kete jaay andharer ghor
Chokher taray naame sorgo
tumi jodi chao
Jedin jeneche ei mon tumi je amar
Sei theke ja peyeche
se sobi je tomar
Bedona Modhur Hoye Jay Song Details
- Song : Bedona Modhur Hoye Jay
- Original Singer : Jagjit singh
- Lyricist : Pulak Bandyopadhyay
- Cover by : Imran mahmudul
- Mix, Master & Programming : Imran mahmudul
- Video Director : Saikot Reza
Tags:
Lyrics