হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jodidong Hridoyong Tobo Lyrics (যদিদং হৃদয়ং তব) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jodidong Hridoyong Tobo Lyrics In Bengali
যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম
একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম।
ভালবাসা ছিল এতদিন একা একা
প্রজাপতি এসে বসেছিল তার কাঁধে,
ঠিক তারপরে তোমার আমার দেখা
এখনও মানুষ এভাবেই ঘর বাঁধে।
একই ঘরে আছে সকলের আনাগোনা
সকলে থাকলে ঘর বড় হয় আরও,
আর কোনও দিন কোত্থাও যাচ্ছ না
না না কোনও দিন কোত্থাও যাচ্ছ না,
এবার কেবল কাছেই থাকতে পারো।
যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম
একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম।
প্রজাপতি ঘোরে এ বাড়ি ও বাড়ি রোজ
কত জানলায় কত যে গল্প থাকে,
কেউ পেয়ে যায় শুরুতেই তার খোঁজ
কেউ দেখা পায় অনেক অনেক দূরের বাঁকে।
তবু ভালবাসা কখনও হয় না খালি
মন ভেঙে গেলে সানাই সুতোয় জোড়ে,
তুমি আমি আর এ কাহিনি রূপশালী
তুমি আমি আর এ কাহিনি রূপশালী
আমাদের নামে প্রজাপতি যেন ওড়ে, এ এ এ।
যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম
একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম।
Jodidong Hridoyong Tobo In English
Jodidong Hridoyong Tobo
Todostu Hridoyong Momo
Ekjiboner roddure tumi
Hoye theko chayasomo
Valobasha chilo etodin eka eka
Projapati eshe boshechilo taar kandhe
Thik taarpore tomar amar dekha
Ekhono manush evabei ghor bandhe
Eki ghore ache sokoler aanagona
Sokole thakle ghor boro hoy aaro
Aar konodin kotthao jaccho na
Ebar kebol kachei thakte paro
Projapoti ghore ebari o bari rroj
Koto janalay koto je golpo thake
Keu peye jaay shurutei taar khoj
Keu dekha paay onek onek durer banke
Jodidong Hridoyong Tobo
Todosto Hridoyong Momo
Jodidong Hridoyong Tobo Song Details
- Song : Jodidong Hridoyong Tobo
- Film : Love Marriage
- Singers : Rupak Tiary & Somlata Acharyya Chowdhury
- Lyrics : Srijato
- Music : Savvy
- Publicity Design : Ekta Creative Tales
- Executive Producer : Sandeep Sathi
- Presenter : Surinder Singh & Nispal Singh
- Label : Surinder Films
Tags:
Lyrics