Jonaki Jwole Uthuk Lyrics | জোনাকি জ্বলে উঠুক লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jonaki Jwole Uthuk Lyrics (জোনাকি জ্বলে উঠুক) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Jonaki Jwole Uthuk Lyrics | জোনাকি জ্বলে উঠুক লিরিক্স

Jonaki Jwole Uthuk Lyrics In Bengali

বৃষ্টি পড়ার আগে কখনো মেঘ দেখতে নেই 
সন্ধ্যে নামার পরে শাঁখের আওয়াজ ভালো লাগে,
এক রাজকন্যার ছাদের ওপর পরী নামার সময় 
তারার মিছিল সারা রাত শুধু তোমার কথা বলে। 

জিন্দাবাদী প্রেমের গল্প বিপ্লবের এক নাম 
আমার আদর তোমার কাছে আজান হয়ে উঠুক,
ঠোঁটের ওপর ঠোঁট রাখার শিরোনাম টুকু থাকে 
আমার শহরে জল এর ওপর গোলাপ ফুল ফুটুক। 

এভাবেই রোজ, এভাবেই জোনাকি জ্বলে উঠুক,
জ্বলে উঠুক,
এভাবেই রোজ, এভাবেই জোনাকি জ্বলে উঠুক,
জোনাকি জ্বলে উঠুক। 

শরীর আগুন শরীর জল মেঘ টেনে দাও গায়ে 
মাখামাখি শুয়ে সেই দাবানল খুঁজে বেড়াই,
তুমি আমার হাত ধরে চলো নদীর ওপর হাঁটি 
মোমবাতি খুঁজতে গিয়ে লোডশেডিং কে হারাই। 

এভাবেই রোজ, এভাবেই জোনাকি জ্বলে উঠুক,
জ্বলে উঠুক,
এভাবেই রোজ, এভাবেই জোনাকি জ্বলে উঠুক,
জোনাকি জ্বলে উঠুক। 

জড়িয়ে ধরো জাপ্টে ধরো ছেড়ো না আমায়
আমি হারিয়ে যাবো তোমার ভেতর 
তোমার হাতে ধরে,
চলো আবার দুজন তারার দিকে হেঁটে চলে যাই 
জোনাকি দেখো জ্বলছে আবার রাতের আকাশ জুড়ে। 

এভাবেই রোজ, এভাবেই জোনাকি জ্বলে উঠুক,
জ্বলে উঠুক,
এভাবেই রোজ, এভাবেই জোনাকি জ্বলে উঠুক,
জোনাকি জ্বলে উঠুক। 

Jonaki Jwole Uthuk In English

Bristi porar agey kokhono megh dekhte nei
Sondhey namar pore shakher awaj valo laage
Ek rajkonnar chhader opor pori namar somoy
Tarar michil sara raat sudhu tomar kotha bole
Zindabaadi premer golpo biplober ek naam
Amar ador tomar kache ajan hoye uthuk
Thoter opor thot rakhar shironaam tuku thake
Amar shohore jol er opor golap ful futuk
Evabei rooj evabei jonaki jwole uthuk
Shorir aagun shorir jol megh tene dao gaaye
Makha makhi shuye sei dabanol khuje berai
Tumi amar haat dhore cholo nodir opor haati
Mombaati khujte giye load shedding ke harai

Jonaki Jwole Uthuk Song Details

  • Song : Jonaki Jwole Uthuk
  • Film : Mayaa 
  • Singer : Somlata Acharyya Chowdhury
  • Lyrics : Raajhorshee Dey
  • Music : Ranajoy Bhattacharjee
  • Label : Saregama Bengali

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন