হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jotodur Tumi Lyrics (যতদূর তুমি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jotodur Tumi Lyrics In Bengali
যতদূর তুমি, ততদূর যাবো
আমি কিভাবে? আমি কিভাবে ?
সাড়া দাও প্রিয়, সরে যাও তুমি
কেন এভাবে? কেন এভাবে ?
হয়ে ঝরাপাতা, ঝরে নীরবতা
দূরে তাকিয়ে থাকার জবাবে।
এসোনা, এসোনা
ভরা বদলে নদী হয়ে যাবো,
এসোনা, এসোনা
ছায়া রোদে তোমাকে জড়াবো।
যতদূর তুমি, ততদূর যাবো
আমি কিভাবে? আমি কিভাবে ?
সাড়া দাও প্রিয়, সরে যাও তুমি
কেন এভাবে? কেন এভাবে ?
ভুলে ডেকে ফেলি চেনা নাম
ও ও.. হারিয়েছে মনের লাগাম,
দেবোনা যেতে ভেবেছি
তবু কেন দিলাম?
কেন ভুলে যাওয়া, ঝিরিঝিরি হাওয়া
ছুঁলো আমাকে তোমার অভাবে ..
এসোনা, এসোনা
ভরা বদলে নদী হয়ে যাবো,
এসোনা, এসোনা
ছায়া রোদে তোমাকে জড়াবো।
যতদূর তুমি, ততদূর যাবো
আমি কিভাবে? আমি কিভাবে ?
সাড়া দাও প্রিয়, সরে যাও তুমি
কেন এভাবে? কেন এভাবে ?
Jotodur Tumi In English
Jotodur tumi totodur jabo
Ami kivabe?
Sara dao priyo sore jao tumi
Keno evabe?
Hoye jhorapata jhore nirobota
Dure takiye thakar jobabe
Eshona eshona
Bhora badole nodi hoye jabo
Eshona eshona
Chaya rode tomake jorabo
Bhule deke feli chena naam
Hariyeche moner lagam
Debona jete vebechi
Tobu keno dilam?
Keno bhule jaowa jhiri jhiri hawa
Chulo amake tomar ovabe
Jotodur Tumi Song Details
- Song : Jotodur Tumi
- Film : Fatafati
- Singer : Javed Ali
- Lyrics : Ritam Sen
- Music and Composition : Amit Chatterjee
- Directed by : Aritra Mukherjee
- Story and Screenplay : Zinia Sen
- Presented by : Nandita Roy and Shiboprosad Mukherjee
- Produced by : Windows
Tags:
Lyrics