Ke Bole Go Nei Je Ami Lyrics | কে বলে গো নেই যে আমি লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ke Bole Go Nei Je Ami Lyrics (কে বলে গো নেই যে আমি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Ke Bole Go Nei Je Ami Lyrics | কে বলে গো নেই যে আমি লিরিক্স

Ke Bole Go Nei Je Ami Lyrics In Bengali

কে বলে গো নেই যে আমি
তোমার আশেপাশে,
কে বলে গো নেই যে আমি
তোমার আশেপাশে,
ক'জন জানে, কীভাবে কে
কোথায় লুকিয়ে থাকে। 

এই তো আমি হাওয়ায় মিশে
তোমার পাশে,
লুটিয়ে তোমার পায়ের কাছে
সবুজ ঘাসে,
ছড়িয়ে আছি তোমার ঘরের
আঁকেবাঁকে,
এর'চে বেশি কে বলো আর
কোথায় থাকে।

কে বলে গো নেই যে আমি
তোমার আশেপাশে,
ক'জন জানে, কীভাবে কে
কোথায় লুকিয়ে থাকে। 

এই তো তুমি আমার চেনা
শহর জুড়ে,
জড়িয়ে আছো শিরায় শিরায়
এই শরীরে,
সব কথা কী বইয়ের পাতা
বলতে পারে,
কিছু গল্প হাতের পাতায়
লেখা থাকে। 

কে বলে গো নেই যে আমি
তোমার আশেপাশে,
ক'জন জানে, কীভাবে কে
কোথায় লুকিয়ে থাকে। 

Ke Bole Go Nei Je Ami In English

englishKe bole go nei je ami tomar ashepashe
Kojon jaane kivabe ke 
kothay lukiye thake
Ei toh ami haway mishe tomar pashe
Lutiye tomar paayer kache sobuj ghase
Choriye achi tomar ghorer ankebanke
Er cheye beshi ke bolo aar kothay thake
Ei toh tumi amar chena shohor jure
Joriye acho shiray shiray ei shorire
Sob kotha ki boi er pata bolte paare
Kichu golpo haater patay Lekha thake
Ke bole go nei je aami tomar ashepashe

Ke Bole Go Nei Je Ami Song Details

  • Song : Ke Bole Go Nei Je Ami
  • Vocal, Music And Lyrics : Srilekha Banerjee
  • Mixing and Mastering : Samir Sarkar
  • Instrument Recorder : Priyam Aich
  • Flute : Soumyajyoti Ghosh
  • Guitars : Dipanjan Roy
  • Cinematography : Ankaan
  • Edit & Color : Samir Sarkar
  • Audio Label & Digital Distribution : Waveworks

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন