Ke Diyeche Bish Lyrics | কে দিয়েছে বিষ লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ke Diyeche Bish Lyrics (কে দিয়েছে বিষ) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Ke Diyeche Bish Lyrics | কে দিয়েছে বিষ লিরিক্স

Ke Diyeche Bish Lyrics In Bengali

কে দিয়েছে বিষ ও চোখের জলে
কে তোমাকে গেলো ছুঁয়ে,
কে দিয়েছে বিষ ও চোখের জলে
কে তোমাকে গেলো ছুঁয়ে।

কে তোমার বুকে সারারাত ছিল
বিষাদের মতো শুয়ে,
কে এত আগুন জ্বালিয়েছে বলো
কে এত পোড়ায় সই,
চিরকাল শুধু দোষী করে গেলে
আমি নই, আমি নই।
কে দিয়েছে বিষ ও চোখের জলে।।

কে তোমার পাশে পাশে সারাদিন
ছায়ার গভীরে হাঁটে,
কে গো চোখে চোখ হাতে হাত রাখে
শরীরে শরীর মাখে।
কে তোমার পাশে পাশে সারাদিন
ছায়ার গভীরে হাঁটে,
কে গো চোখে চোখ হাতে হাত রাখে
শরীরে শরীর মাখে।

কি পেয়েছ তুমি, কি দিয়েছে তাকে
হিসাব মিলেছে কই,
কতবার আমি তোমায় বলেছি
আমি নই, আমি নই।
কে দিয়েছে বিষ ও চোখের জলে।।

আরো আমি আছি আমার ভিতরে
তোমার ভিতরে তুমি,
এ বুকে উথলে উঠেছে আকাশ
হৃদয় কি মৌসুমী।
আরো আমি আছি আমার ভিতরে
তোমার ভিতরে তুমি,
এ বুকে উথলে উঠেছে আকাশ
হৃদয় কি মৌসুমী।

এই সারাবেলা ভালোবাসা খেলা
এখনো পেলো না থই,
না না তুমি নও, না না তুমি নও
আমি নই, আমি নই।

কে দিয়েছে বিষ ও চোখের জলে
কে তোমাকে গেলো ছুঁয়ে,
কে তোমার বুকে সারারাত ছিলো
বিষাদের মতো শুয়ে,
কে এত আগুন জ্বালিয়েছে বলো
কে এত পোড়ায় সই,
চিরকাল শুধু দোষী করে গেলে
আমি নই, আমি নই।
কে দিয়েছে বিষ, কে দিয়েছে বিষ
কে দিয়েছে বিষ।।

Ke Diyeche Bish In English

Ke diyeche bish O chokher jole
Ke tomake gelo chuye
Ke tomar buke sararaat chilo
Bisader moto shuye
Ke eto aagun jaliyeche bolo
Ke eto poray soi
Chirokal sudhu doshi kore gele
Ami noi ami noi
Ke diyeche bis O chokher jole
Ke tomar pashe pashe saradin
Chayar gobhire haate
Ke go chokhe chokh
Haate haat rakhe
Shorire shorir makhe
Ki peyecho tumi
Ki diyecho taake
Hisab mileche koi
Koto bar ami tomay bolechi
Ami noi ami noi

Ke Diyeche Bish Song Details

  • Song : Ke Diyechhe Bish
  • Singer : Jayati Chakraborty
  • Music : Dr. Ratnadeep Das
  • Lyrics : Saikat Kundu
  • Music Label : Asha Audio

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন