হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Kodom Lyrics (কদম) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Kodom Lyrics In Bengali
তবু এভাবে সময় আমার
কেটে যাবে তোমাকে ভেবে,
তোমায় নিয়ে স্বপ্নগুলো
ভোর হলে যায় যে ভেঙে।
আকাশ মেঘে বৃষ্টি হয়ে
স্বপ্নগুলো দেয় ভিজিয়ে,
তুমিও কি আমার সাথে
ভিজবে পথে হাত জড়িয়ে?
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে,
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে।
দেখি তোমাকে, আছো দাঁড়িয়ে
আনমনে নীল শাড়িতে,
হাজার ভিড়ে, সব ছাড়িয়ে
শুধু তুমি আমার চোখে।
পথের ধারে, তোমার আশায়
ভালোবাসার ধূসর আলোতে,
আছি দাঁড়িয়ে, স্বপ্ন নিয়ে
তোমার আকাশে সুর ঝরাতে।
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে,
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে।
Roadside food আর বৃষ্টি
নীল শাড়িতে লাগছে মিষ্টি,
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে,
এক গুচ্ছ ..
Kodom In English
Tobu evabe somoy amar
Kete jaabe tomake vebe
TOmay niye shopno gulo
Bhor hole jaay je venge
AKash meghe bristi hoye
Shopno gulo dey vijiye
Tumio ki amar sathe
Vijbe pothe haat joriye
Ek guccho kodom hate
Vijte chai tomar sathe
Dekhi tomake acho dariye
Aanmone neel sharite
Hajar bhire sob chariye
Shudhu tumi amar chokhe
Pother dhare tomar ashay
Bhalobashar dhusor aalote
Achi dariye shopno niye
Tomar akashe sur jhorate
Roadside food aar bristi
Neel sharite lagche misti
Ek guccho kodom haate
Bhijte chai tomar sathe
Kodom Song Details
- Song : Kodom
- Band Name : Blue Jeans
- Vocal, Lyrics & Tune : Naim Imran Sharot
- Music Arrangement : Tousif Mujtaba Shourin
- Mix & master : Dewan Anamul Raju
- Guitar : Tousif Mujtaba Shourin
- Piano & Keys : Shahrin Shahriar
- Drums : Dewan Anamul Raju
- Artwork by : Tashfia Tabassum Toishee
- Producer : Tousif Mujtaba Shourin
- Production : Bumble Bee Productions
Tags:
Lyrics