হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Neel Sagore Lyrics (নীল সাগরে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Neel Sagore Lyrics In Bengali
নীল সাগরে, অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।
রঙিন আতসবাজী
ছোট ছোট স্মৃতি সব
ভীড় করে আকাশে আবার মিলায়,
হায় হায় দিন যায়
রাত যায় সব যায়,
তবু আমি বসে থাকি, তোমার আশায়।
নীল সাগরে, অতল গভীরে
সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন,
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।
নীল সাগরে, অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন,
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।
Neel Sagore In English
নীল সাগরে, অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।
রঙিন আতসবাজী
ছোট ছোট স্মৃতি সব
ভীড় করে আকাশে আবার মিলায়,
হায় হায় দিন যায়
রাত যায় সব যায়,
তবু আমি বসে থাকি, তোমার আশায়।
নীল সাগরে, অতল গভীরে
সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন,
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।
নীল সাগরে, অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন,
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।
Neel Sagore Song Details
- Song : Neel Sagore
- Original Artist : Gautam Chattopadhyay
- Band : Moheener Ghoraguli
- Cover by : Tanzir Ahmed Shuddho
- Vocal Harmony :Avishek Roy Archan
- Guitar Arrangement : Zahin Rashid
Tags:
Lyrics