হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Nishi Raat Banka Chand Lyrics (নিশি রাত বাঁকা চাঁদ) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Nishi Raat Banka Chand Lyrics In Bengali
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে,
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে,
নিশি রাত।।
ভাঙা ঘরে দু'দিনেরই খেলাঘর
হোক ভাঙা তবু এলো জোছনা,
ভাঙা ঘরে দু'দিনেরই খেলাঘর
হোক ভাঙা তবু এলো জোছনা,
ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর
স্বপ্ন বাসর করি রচনা।
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি,
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে,
নিশি রাত।।
জীবনের পথে পথে চলিতে
যত আশা গিয়েছিলো ফুরায়ে,
জীবনের পথে পথে চলিতে
যত আশা গিয়েছিলো ফুরায়ে,
গজমতি হার যেন ধূলিতে
ভিখারীনি পেলো আজ কুড়ায়ে।
এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি,
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে,
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে।।
Nishi Raat Banka Chand In English
Nishiraat banka chand akashe
Chupichupi banshi baaje batase batase
Vanga ghore dudineri khelaghor
Hok vanga tobu elo jochona
Phule phule cheye gelo baluchor
Shopno basor kori rochona
E jibone jototuku cheyechi
Mon bole taaro beshi peyechi peyechi
Jiboner pothe pothe cholite
Joto asha giyechilo furaye
Gojomoti haar jeno dhulite
Bhikharini pelo aaj kuraye
E jibone jototuku cheyechi
Mon bole taaro beshi peyechi peyechi
Nishi Raat baka chand akashe
Nishi Raat Banka Chand Song Details
- Song : Nishi Raat Banka Chand
- Film : Prithibi Amare Chay (1957)
- Singer : Geeta Dutt
- Lyrics : Pronab Roy
- Music Director : Nachiketa Ghosh
- Director : Niren Lahiri
- Label : Saregama Bengali
Tags:
Lyrics