হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Prem Hobe Na Lyrics (প্রেম হবে না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Prem Hobe Na Lyrics In Bengali
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না,
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না,
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
তিল থেকে তাল হতে পারে
বালুকণা তে পাহাড়,
তেঁতুল পাতায় হতে পারে
সাত সুজনের আহার,
কল্পকথার গল্প এমন
বলতে আমি পারবো না..
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না।।
যদি বলো সঙ্গে চলো
যেতে পারি নরকে,
তোমার তরে বুকটা চিরে দেখাবো পলকে।
তুমি যদি বলো সঙ্গে চলো
যেতে পারি নরকে,
তোমার তরে বুকটা চিরে দেখাবো পলকে।
এমন অবাস্তব কথা
বলতে আমি পারবো না ..
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না।।
সত্যি করে বলছি আমি দিচ্ছি তোমায় কথা,
তোমার জন্যে রাখবো বাজি
আমার ঘাড়ের মাথা।
ও সত্যি করে বলছি আমি দিচ্ছি তোমায় কথা,
তোমার জন্যে রাখবো বাজি
আমার ঘাড়ের মাথা।
এই যুক্তি ছাড়া উক্তি দিয়ে
জীবন তো আর চলবে না..
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না,
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
তিল থেকে তাল হতে পারে
বালুকণা তে পাহাড়,
তেঁতুল পাতায় হতে পারে
সাত সুজনের আহার,
কল্পকথার গল্প এমন
বলতে আমি পারবো না ..
সত্যি বলছি আমায় দিয়ে
প্রেম টা তো আর হবে না।
আমার বুকের ভিতর সুখের বাসর
খুঁজতে তুমি এসো না।।
Prem Hobe Na In English
Amar buker bhetor sukher basor
Khujte tumi esho na
Sotti bolchi amay diye
Prem ta toh aar hobe na
Til theke taal hote paare
Balukona te pahar
Tetul patay hote paare
Saat sujoner ahar
Kolpokothar golpo emon bolte ami parbo na
Jodi bolo songge cholo
Jete pari noroke
Tomar tore bukta chire dekhabo poloke
Emon obastob kotha bolte ami parbo na
Sotti kore bolchi ami dicchi tomay kotha
TOmar jonney rakhbo baaji
Amar gharer matha
Ei jukti chara ukti diye
Jibon toh aar cholbe na
Sotti bolchi amay diye
Prem ta toh aar hobe na
Prem Hobe Na Song Details
- Song : Prem Hobe Na
- Singer : Shamz Vai
- Lyrics : Munsiganjer Sohag
- Tune Composer : Shamim Mahmud
- Chief Coordinator : Dr. Md Harunur Rashid
- DOP : Joseph Mehedi
- Produced by : Urvashi Forum
Tags:
Lyrics