হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Shobi Bhul Lyrics (সবই ভুল) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Shobi Bhul Lyrics In Bengali
তারে হারিয়ে, বুঝেছি
সে যে কি ছিলো আমার,
তারে হারিয়ে, বুঝেছি
সে যে কি ছিলো আমার,
আজ হৃদয় পোড়া হাহাকার
আর বুকে ব্যথারই পাহাড়।
তারে হারিয়ে..
মন কাঁদে প্রাণ কাঁদে
কেঁদে হয় আকুল,
মন কাঁদে প্রাণ কাঁদে
কেঁদে হয় আকুল,
এতদিন পরে বুঝেছি আমি
আমার সবই ছিলো ভুল,
সবই ভুল, সবই ভুল
সবই ছিলো ভুল
আমার সবই ছিলো ভুল।
সারাজীবন রাখলাম যারে
অন্তরের ভিতর,
ওই সারাজীবন রাখলাম যারে
অন্তরের ভিতর,
ও সে জনম দুঃখী করে গেলো
আসলো নাতো আর,
সেতো দূর বহুদূর, আরও বহুদূর
দূর সুদূর।
তারে হারিয়ে, বুঝেছি
সে যে কি ছিলো আমার,
তারে হারিয়ে, বুঝেছি
সে যে কি ছিলো আমার,
আজ হৃদয় পোড়া হাহাকার
আর বুকে ব্যথারই পাহাড়,
তারে হারিয়ে, তারে হারিয়ে
আজ হৃদয় পোড়া হাহাকার
আর বুকে ব্যথারই পাহাড়,
সবই ভুল, সবই ভুল
সবই ছিলো ভুল,
এতদিন পরে বুঝেছি আমি।
Shobi Bhul In English
Taare hariye bujhechi
Se je ki chilo amar
Aaj hridoy pora hahakar
Aar buke bethari pahar
Mon kande praan kande
Kende hoy akul
Etodin pore bujhechi ami
Amar sobi chilo bhul
Sobi bhul, sobi bhul
Sarajibon rakhlam jaare
Ontorer bhitor
O se jonom dukhi kore gelo
Ashlo na toh aar
Se toh dur bohudur aaro bohudur
Dur sudur
Shobi Bhul Song Details
- Song : Shobi Bhul
- Singer : James
- Music & Composition : James
- Lyrics : James and Bishu Shikdar
- Direction : Shahrear Polock
- Label : Bashundhara Digital
Tags:
Lyrics