Shohoj Manush Lyrics | সহজ মানুষ লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Shohoj Manush Lyrics (সহজ মানুষ) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Shohoj Manush Lyrics | সহজ মানুষ লিরিক্স

Shohoj Manush Lyrics In Bengali

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি,
পাবিরে অমূল্য নিধি বর্তমানে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু পাবে খাঁটি,
ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু পাবে খাঁটি,
মরিলে সব হবে মাটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে
ত্বরায় এই ভেদ লও জেনে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না,
শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না,
বাকির লোভে নগদ পাওনা
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে
কে ছাড়ে এই ভুবনে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

সালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা,
সালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা,
বিশ্বাসীদের দেখাশুনা
লালন কয় এই ভুবনে
লালন কয় এই ভুবনে,
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। 

Shohoj Manush In English

Shohoj manush 
bhoje dekhnare mon dibbyogyan e
Pabire omullo nishi bortomane
Shohoj manush 
bhoje dekhnare mon divyagyan e
Bhojo manusher choron duti
Nittyo bostu pabe khati
Morile sob hobe mati
Twaray ei bhed lou jene
Shuni mole pabo behestkhana
Taa shune toh mon maane na
Bakir lobhe nogod paowa
Ke chaare ei bhubone
Salatul merajul momenina
Jante hoy namajer bena
Bishwashider dekhashuna
Lalon koy ei bhubone
Sohoj manush 
bhoje dekhnare mon dibyagyan e

Shohoj Manush Song Details

  • Song : Shohoj Manush
  • Lyrics & Composition : Lalon Fakir
  • Recreated by : The Folk Diaryz
  • Vocal : Arkadeep Mishra
  • Guitar : Sayan Das
  • Bass Guitar : Sandip Sarkar
  • Drum & percussion : Deep Ghosh
  • Acoustic Guitar : Kumarjit Nath
  • Flute : Sushruta Goswami
  • Choreography & Dance by : Arpan Nath
  • Concept : Tuhin Misra
  • Direction : Sumanjit Tony Ray

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন