হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Abcha Din Abcha Rat Lyrics (আবছা দিন আবছা রাত) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Abcha Din Abcha Rat Lyrics In Bengali
আবছা দিন, আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে নিমেষে,
জলে ভেজে চুলগুলো
ধুয়ে যাওয়া কাজল টা
সবকিছুই যে আমার,
খুব কাছের।
সে যে আমার স্বপ্ন পরী
জলে নামার ঐ মন পাখি,
ছুঁয়ে যায় এই মনে আমার
ভেসে যায় ওই স্রোতে আবার।
আবছা দিন, আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে, বৃষ্টিতে ..
এক পা, দু'পা হেঁটে চলা এই শহরে
সঙ্গে থাকে কিছু কথা আর তুই,
মুখের হাসি বুঝিয়ে দেয় তোর পাগলামি
পাশে আছি ভার নিতে আজ আমি।
সে যে আমার স্বপ্ন পরী
জলে নামার ঐ মন পাখি,
ছুঁয়ে যায় এই মনে আমার
ভেসে যায় ওই স্রোতে আবার।
আবছা দিন, আবছা রাত
মেঘ ঢাকা শিল পাহাড়
মন ছুঁয়ে যায় ভেসে, বৃষ্টিতে ..
Abcha Din Abcha Rat In English
Abcha din abcha raat
Megh dhaka shil pahar
Mon chuye jay bhese, Nimeshe
Jole veje chul gulo
Dhuye jaoa kajol ta
Shob kichui je amar Khub kacher
Se je amar swpno pori
Jole namar oi mon pakhi
Chuye jaay ei mone amr
Bhese jay oi shrote abar
Abcha din abcha raat
Megh dhaka shil pahar
Mon chuye jay bhese brishti te
Ek pa dupa hete chola ei shohore
shonge thake kichu kotha ar tui
Mukher hasi bujhiye day tor paglami
pashe achi bhar nite aj ami
Abcha Din Abcha Rat Song Details
- Song : Abcha Din Abcha Rat
- Vocal & Composer : Rupak Tiary
- Lyrics : Jakiruddin Khan
- Programming, Mix & Master : Rupak Tiary
- Direction & Post Production : Aditya Paul
- Cinematography : Aditya Paul & Rohan Paul
- Channel Adviser : Rohan Paul
Tags:
Lyrics