হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ami Ki Amake Lyrics (bb) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ami Ki Amake Lyrics In Bengali
আমি কি আমাকে ..
আমি কি আমাকে তোমার সাথে
জড়িয়ে নিতে পারতাম,
জামার কলারে ময়লা জমেছে
কপালের ভাঁজে জমে ঘাম।
কলিং বেলে অভিমান কিছু শব্দ
মুখ ফিরিয়ে ভাবছে,
তোমার আমার রসায়ন
উষ্ণতা শুধু মাপছে।
বৃষ্টির জলে ভাসাতাম আমি
বোঝাই নৌকা কষ্টের,
হতে পারো তুমি নায়িকা আমার বানানো গল্পের,
হতে পারো তুমি নায়িকা আমার বানানো গল্পের।।
আমি কি তোমাকে আমার মতোই
সাজিয়ে নিতে পারতাম,
সব কিছু হার মেনে
আমি তোমার জন্য জিততাম।
ফোরায় কথা, ওরাই ভালো
চোরাই স্বপ্ন থাকতো,
ভাঙা ভাঙা ঘুমে সারারাত
চোখ দুটো খোলা রাখতো।
বৃষ্টির জলে ভাসাতাম আমি
বোঝাই নৌকা কষ্টের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের।
Ami Ki Amake In English
Ami ki amake tomar sathe
Joriye nite partam
Jamar collar e moyla jomeche
Kopaler vaje jome gham
Calling bell e obhiman kichu shobdo
Mukh firiye vabche
Tomar amar rosayon
Ushnota shudhu maapche
Bristir jole vasatam ami
Bojhai nouka koster
Hote paro tumi nayika amar banano golper
Ami Ki Amake Song Details
- Song : Ami Ki Amake
- Singer : Robin
- Lyrics & Tune : Avijit Lahiri
- Music : Safi Mahmud Robin
- Label : Central Music and Video [CMV]
Tags:
Lyrics