হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ar Aisho Na Lyrics (আর আইসো না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ar Aisho Na Lyrics In Bengali
এদিকে আমার মেঘলা আকাশ
তুমি সাতরং সাজে,
আমার দেহ হচ্ছে শীতল
তোমার নূপুর বাজে,
তুমি আছো কত হাসিখুশি সব খবরই আসে
এ আজ অন্য কেউ তোমার চোখে
চোখ রাখিয়া হাসে।
আমি গাইবো না গান তোমায় ছাড়া
লিখবো না তো কবিতা,
আছো তুমি স্মৃতি হয়ে, আর দেয়ালের ছবিটা।
কেন মাঝে মাঝে হাতছানি দাও
গভীর ঘুমের স্বপনে,
আর আইসো না, আর আইসো না
এই অভাগার মনে, তুমি
আর আইসো না, আর আইসো না
এই অভাগার মনে।।
সে কি আমার মতো হাসিখুশি রাখে তোমাকে
ভালোবাসে এমনি করে?
হবে না কেউ আমার মতো লিখে রাখো পাঁজরে।
সে কি আমার মতো হাসিখুশি রাখে তোমাকে
ভালোবাসে কি এমনি করে?
হবে না কেউ আমার মতো লিখে রাখো পাঁজরে।
আমি গাইবো না গান তোমায় ছাড়া
লিখবো না তো কবিতা,
আছো তুমি স্মৃতি হয়ে, আর দেয়ালের ছবিটা।
কেন মাঝে মাঝে হাতছানি দাও
গভীর ঘুমের স্বপনে,
আর আইসো না, আর আইসো না
এই অভাগার মনে, তুমি
আর আইসো না, আর আইসো না
এই অভাগার মনে।।
নির্ভিক কত আশা ছিলো এ মনে
তুমি ছিলে বলে,
চিন্তায় বুক ফেটে আসে চিৎকার
স্বপ্নটা কার দখলে?
আমি গাইবো না গান তোমায় ছাড়া
লিখবো না তো কবিতা,
আছো তুমি স্মৃতি হয়ে, আর দেয়ালের ছবিটা।
কেন মাঝে মাঝে হাতছানি দাও
গভীর ঘুমের স্বপনে,
আর আইসো না, আর আইসো না
এই অভাগার মনে, তুমি
আর আইসো না, আর আইসো না
এই অভাগার মনে।।
Ar Aisho Na In English
Edike amar meghla akash
Tumi saatrong saaje
Amar deho hocche shitol
Tomar nupur baaje
Tumi acho koto hasikhushi
sob khobori ashe
E aaj onno keu tomar chokhe
Chokh rakhiya haase
Ami gaibo na gaan tomay chara
Likhbo na toh kobita
Acho tumi smriti hoye
Aar deyaler chobi ta
Keno majhe majhe haatchani dao
Gobhir ghumer shopone
Aar aisho na, aar aiso na
Ei obhagar mone tumi
Se ki amar moto hasikhusi rakhe tomake
Valobashe emni kore
Hobe na keu amar moto likhe rakho panjore
Ar Aisho Na Song Details
- Song : Ar Aisho Na
- Vocal, Lyrics & Tune : Samz Vai
- Music : PB Rudro
- Story Concept : Mohammad Iqbal Hossain
- Direction : Aronno Pasha
- Dop: Sumon Imran
- Produced by : Mohammad Iqbal Hossain
- Label : Six Seasons Multimedia
Tags:
Lyrics