শেখ রাসেল কে নিয়ে উক্তি: আপনার জীবনকে সহজ ও সুন্দর করে তুলবে। আমাদের ওয়েবসাইট হলো উক্তির ভান্ডার। এখানে সব রকমের নতুন নতুন ও সুন্দর সুন্দর উক্তি পেয়ে যাবেন। এই সব উক্তির মধ্যের একটি হলো শেখ রাসেল কে নিয়ে উক্তি। তো চলুন উক্তি গুলো মধুর ভাবে পড়ে নেওয়া যাক।
শেখ রাসেল কে নিয়ে উক্তি
তুমি ছিলে সোনার ছেলে
কলজে ছেঁড়া ধন
দেশ প্রকৃতির জন্য তোমার
পাগল ছিল মন।
তোমার বুকে স্বপ্ন ছিল
করবে বিশ্ব জয়
স্বপ্ন তোমার সত্য হলো
একটু মিথ্যে নয়।
দেশ মহাদেশ চিনে তোমায়
জানে তোমার নাম
তোমার নামে হাজার মানুষ
যায় করে সংগ্রাম।
একটি সোনার ছেলে
শরিফ আহমাদ
শেখ পরিবার আলোকিত করে
একটি ছেলের জন্ম হলো
মা ফজিলাতুন নেসার উদরে।
সবার ছোট রাসেল সোনা
করত ছুটা ছুটি
নর পশু মারলো ওরে
শক্ত হাতে ধরে টুটি
ছোট্র সোনা জাদুর কাটি
সুখেই স্বর্গে থাকো
সবার ভালবাসা নিয়ে
ভালবাসার ছবি আঁকো।
তুমি ছিলে সবার কাছে
অতি প্রিয় মুখ
তুমায় দেখে প্রণ জুড়াতো
পেতো সবাই সুখ।
সবাই তাকে চিনে বাসে ভালো
সুনাম খ্যাতি যায় ছড়িয়ে
নিজে নিজে ছড়ায় জ্ঞানের আলো ।
হঠাৎ তাকে দুশমন নিলো কেড়ে
তার স্মরণে সবাই কাঁদে
ঐ খুনিদের কেউ দেবে কি ছেড়ে?
রাশেল হলো সবার সেরা
সবার নয়ন মনি।
রাসেলকে তাই দিব মোরা
ভালবাসার খনি।
নাম রাখা হয় প্রিয় ব্যক্তির নামে
শেখ রাসেল দুরন্ত কিশোর
বেড়ে ওঠে বাংলার শহর-গ্রামে।
ছোট্র রাসেল দোষ ছিলনা
মারল কেমন করে।
একটুও কি পাষাণ হৃদয়।
কাঁদলোনা তোর ওরে।
আশা করি আপনাদের এই শেখ রাসেল কে নিয়ে উক্তি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের বাকি পোস্টগুলো পড়তে ভুলবেন না। “ধন্যবাদ”
Tags:
উক্তি