হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Dana Chara Pakhi Lyrics (ডানা ছাড়া পাখি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Dana Chara Pakhi Lyrics In Bengali
আমার মনটারে আর কেমন করে বাঁধি
মন আমার ডানা ছাড়া পাখি,
আমি সুখটারে আজ আঁকি চোখে চোখে
ভিতরে দুঃখ পুষে রাখি।
কি আশায় রাত্রি হলো দিন
পৌষ হয়েছে আশ্বিণ,
চৌচির বুকেরই জমিন
তবুও তুমি উদাসীন,
হারানোর আর কিছু নেই বাকী।
আমার মনটারে আর কেমন করে বাঁধি
মন আমার ডানা ছাড়া পাখি,
আমি সুখটারে আজ আঁকি চোখে চোখে
ভিতরে দুঃখ পুষে রাখি।।
সুখগুলো কইগেলো
প্রিয় রঙ শুধু কালো
ছায়া নেই মায়াতে আজ,
মন বড় ডানপিটে, আঁধারে হেঁটে হেঁটে
ছুঁয়েছে স্মৃতির কারুকাজ।
কি আশায় রাত্রি হলো দিন
পৌষ হয়েছে আশ্বিণ,
চৌচির বুকেরই জমিন
তবুও তুমি উদাসীন,
হারানোর আর কিছু নেই বাকী।
আমার মনটারে আর কেমন করে বাঁধি
মন আমার ডানা ছাড়া পাখি,
আমি সুখটারে আজ আঁকি চোখে চোখে
ভিতরে দুঃখ পুষে রাখি।।
ঝাপসা মনের খামে
চেনা চেনা বদনামে
অচেনা ধূসর যেনো সব,
প্রিয় সেই চিরকুটে
অভিমান আজও জোটে
ক্ষত হয়েছে অনুভব।
কি আশায় রাত্রি হলো দিন
পৌষ হয়েছে আশ্বিণ,
চৌচির বুকেরই জমিন
তবুও তুমি উদাসীন,
হারানোর আর কিছু নেই বাকী।
আমার মনটারে আর কেমন করে বাঁধি
মন আমার ডানা ছাড়া পাখি,
আমি সুখটারে আজ আঁকি চোখে চোখে
ভিতরে দুঃখ পুষে রাখি।।
Dana Chara Pakhi In English
Amar montare aar kemon kore bandhi
Mon amar dana chara pakhi
Ami sukhtare aaj anki chokhe chokhe
Vitore dukkho pushe rakhi
Ki ashay raatri holo din
Poush hoyeche ashwin
Chouchir bukeri jomin
Tobuo tumi udashin
haranor aar kichu nei baki
Dana Chara Pakhi Song Details
- Song : Dana Chara Pakhi
- Singer & Composer : Belal Khan
- Lyrics : A Mizan
- Music : M A Rahman
- Video direction : Saikat Reza
- Label : Laser Vision
Tags:
Lyrics