হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Fire Eso Lyrics (ফিরে এসো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Fire Eso Lyrics In Bengali
বৈরি মনে তৈরি হলো
দুরন্ত প্রেমের টান,
ভুলে গেছি যত ছিলো
উড়ন্ত অভিমান।
ফেলে এসে কত রাত
হয়নি রাঙা প্রভাত,
বেদনায় কেঁদেছে প্রাণ ..
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে,
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে।।
ব্যাকরণের সূত্র মেনে
হয় কি ভালোবাসা?
হৃদয় সেতো বুঝে ঠিকই
হৃদয়েরই ভাষা।
তবে কেন প্রতিকূলে স্মৃতি তাড়ানো
নিজেরই অনুকূলে দুঃখ বাড়ানো ..
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে,
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে।।
তোমায় ঘিরে আমার যতো
সরল অনুভূতি,
মুখরিত আলোড়নে
বাড়ায় আরো দ্যুতি।
তবে কেন প্রতিকূলে স্মৃতি তাড়ানো
নিজেরই অনুকূলে দুঃখ বাড়ানো..
ফিরে এসো, ফিরে এসো
এ মনের ভূমিতে,
আমার সকল আকুলতা
তুমি শুধু তুমিতে।।
Fire Eso In English
Boiri mone toiri holo
Duronto premer taan
Bhule gechi joto chilo
Uronto obhiman
Fele ese koto raat
Hoyni ranga probhat
Bedonay kedeche praan
Fire esho Phire esho
E moner bhumite
Amar sokol akulota
Tumi shudhu tumite
Fire Eso Song Details
- Song : Fire Eso
- Singer : Belal Khan
- Lyrics : Nihar Ahmed
- Composer : Belal Khan
- Music : Wahed Shahin
- Dop : Bishawjit Datta
- Edit & Color : Shahed Vfx
Tags:
Lyrics