হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Hariye Gecho Lyrics (হারিয়ে গেছো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Hariye Gecho Lyrics In Bengali
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো।
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
দৃষ্টি আছে তবু পাইনা খুঁজে
তোমায় মনের আড়ালে,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো।।
সুখের তারায় তোমার ছবি
আঁকবো বলে শুধু ভাবি,
মনের গোপনে অন্ধকারে
হাতড়ে বেড়াই ঘুমের ঘোরে।
দৃষ্টি আছে তবু পাইনা খুঁজে
তোমায় মনের আড়ালে,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো।।
তোমার আশা যাওয়ার মাঝে
শূন্য জীবন পড়ে আছে,
চাইনা পেতে আর তোমাকে
একা জীবন ভালো লাগে।
আছি আজ আমি থাকবো কাল
তোমার স্মৃতি বুকে ধরে।
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
দৃষ্টি আছে তবু পাইনা খুঁজে
তোমায় মনের আড়ালে,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
বারে বারে পিছু ডাকো,
বারে বারে পিছু ডাকো।।
Hariye Gecho In English
Hariye gecho tobu acho
Bare bare pichu dako
Dristi ache tobu paina khuje
Tomay moner arale
Sukher taray tomar chobi
Akbo bole shudhu vabi
Moner gopone ondhokare
Haatre berai ghumer ghore
Tomar asha jaowar majhe
Shunno jibon pore ache
Chaina pete aar tomake
Eka jibon bhalo laage
Achi aaj ami thakbo kaal
Tomar smriti buke dhore
Hariye Gecho Song Details
- Song : Hariye Gecho
- Vocal & Tune : Keshab Dey
- Lyrics : Rita Dey & Keshab Dey
- Music Arrangement : Tapas Roy
- Dubbing : RKmusicLab
- Story : Utpal Das
- D.O.P : Shampad Banik
- Edit : Mimo
Tags:
Lyrics