হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jabo Megher Deshe Lyrics (যাবো মেঘের দেশে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jabo Megher Deshe Lyrics In Bengali
জানালার গরাদ বেয়ে,
যখন নেমে আসে চাঁদ,
অবাক সময়, ঠাঁয় দাঁড়িয়ে
ফেরার আশায় আবার।
তখন তুমি এসে, ডাকবে আমায়
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
আমার শহরে রঙ হারিয়েছে
মানুষ জমেছে লাশকাটা ঘরে,
মেঘগুলো এসে, রোদ মুছে গেছে
হারিয়ে গেছে সব অন্ধকারে।
তখন তুমি এসে হারালে কোথায়?
যাবো মেঘের দেশে, আয় ফিরে আয়।
আমার শহর বাড়তে থাকে
ভীষণ রঙ বাহারে,
এ শহরে অপু দূর্গারা বড্ড অনাহারে।
তখন তুমি এসে, ডাকবে আমায়
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
Jabo Megher Deshe In English
Janalar gorad beye
Jokhon neme ashe chand
Obak somoy thaay dariye
Ferar ashay abar
Tokhon tumi ese dakbe amay
Jabo megher deshe dur paharay
Amar shohor orng hariyeche
Manush jomeche lashkata ghore
Megh gulo eshe rod muche geche
Hariye geche shob ondhokare
Tokhon tumi ese harale kothay
Jabo megher deshe aay phire aay
Amar shohor barte thake
Vishon rong bahare
E shohore apu durgara boddo onahare
Tokhon tumi ese dakbe amay
Jabo megher deshe dur paharay
Jabo Megher Deshe Song Details
- Song Name : Jabo Megher Deshe
- Band Name : Chitropot
- Lyrics, Tune & Esraj : Safin Shudipto
- Guitar & Vocal : Wrivu Mustafa
- Bass : Ontik Kazi
- Guitar : Wasif Nafi
- Banjo & Vocal : Dhian Giri
- Cajon & Vocal : Ribhu Roddur
- Producer : Subrata Shuvro
- Mix, Mastering & Video : Kanak Aditya
Tags:
Lyrics